‘বিজয় হিসাবের মধ্যেই আছে’


চলতি বছর অনুষ্ঠিত হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে ছিলেন ওপেনার নাঈম শেখ ও উইকেটরক্ষক ব্যাটার এনামুল হক বিজয়। এতে করে টুর্নামেন্টটিতে ১৬ ইনিংস খেলে সর্বোচ্চ ৯৩২ রান করে নাঈম এবং সমান ইনিংস খেলে ৮৩৪ রান করেছেন বিজয়।

এমন পারফরম্যান্সের পর ধারণা করা হচ্ছিলো হয়তো এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে জাতীয় দলে ফিরতে চলেছে এ দুই ব্যাটার। হলও তাই, তবে কপাল খুলেছে শুধুই নাঈমের। আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের স্কোয়াডে ফিরেছন তিনি। অন্যদিকে বিজয়ের নাম নিশানাও নেই স্কোয়াডের ধারে কাছে। গতকাল বিসিবি নির্বাচক প্যানেলের সদস্য আব্দুর রাজ্জাক ব্যাখ্যা দিলেন, কেন রাখা হয়নি বিজয়কে।

সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই নির্বাচক বিজয় স্কোয়াডে জায়গা না পাওয়ার কারণ ব্যাখ্যা করে বলেন, ‘এনামুল হক বিজয় ভালো খেলেছে। এখন টিম কম্বিনেশনে হচ্ছে না। যেহেতু টিম কম্বিনেশনের সঙ্গে যাচ্ছে না…কোনো সন্দেহ নেই, সে খুব ভালো খেলেছে, সে খুব ভালো ফর্মেও আছে।’ 

তিনি আরও বলেন, ‘একটা টিম ঠিক করে ব্রেক করে দেওয়া একটু কঠিন। সামনে আমাদের আরো প্রচুর খেলা আছে। কিন্তু বিজয় যে আমাদের হিসাবের বাইরে চলে গেছে সেটা কিন্তু না। বিজয় আমাদের হিসাবের মধ্যেই আছে।’

একপর্যায়ে এ নির্বাচক কথা বলেন নাঈম শেখকে নিয়ে। জানান যোগ্যতার বিচারেই ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন নাঈম। শুধু তাই নয় ওয়ানডে দলে ‘ব্যাকআপ’ ওপেনার হিসেবে এখন তিনিই আছেন নির্বাচকদের পরিকল্পনায়। এছাড়া নাঈমও আগে থেকেই ওয়ানডে দলের বিবেচনায় ছিলেন, সে কথাও মনে করিয়ে দিলেন নির্বাচক প্যানেলের অন্যতম এই সদস্য। রাজ্জাক বলেন, ‘নাঈম প্রিমিয়ার লিগে ভালো করেছে। ওর ব্যাপারও ওরকম। যেহেতু পারফরম করেছে, কোনো সমস্যা হলে দল যেন উপকৃত হয়। অবশ্যই প্রিমিয়ার লিগের পারফরম্যান্স বিবেচনা করা হয়েছে। নাঈম কিন্তু আমাদের পাইপলাইনের খেলোয়াড়, বাইরের না।’

এর আগে ডিপিএলের গত আসরে রেকর্ড পরিমাণ রান করে জাতীয় দলে ফিরেছিলেন বিজয়। সেবার সর্বোচ্চ ১১৩৮ রান করেছিলেন। এরপর টাইগারদের হয়ে টি-টোয়েন্টিতে তেমন ভালো করতে না পারলেও ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছিলেন দুটি পঞ্চাশোর্ধ রানের ইনিংস। তারপর ভারত সিরিজের দলেও নেওয়া হয় তাকে। কিন্তু ভালো করতে না পারায় আবার বাদ পড়েন দল থেকে। সেবারের পর আর জাতীয় দলে ফেরা হয়নি বিজয়ের।

এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড সফরে ওয়ানডে অভিষেক হয় পেস বোলার মৃত্যুঞ্জয় চৌধুরীর। সেই টুর্নামেন্টে একটি ম্যাচ খেলে ব্যাটিংয়ে ৮ রান করার পর বল হাতে ৮ ওভারে ৬৮ রান খরচায় উইকেটশূন্য ছিলেন তরুণ এই অলরাউন্ডার। ঐ ম্যাচ পরই এবার বাদ পড়ে গেলেন তিনি স্কোয়াড থেকেই। তবে তার মধ্যে দারুণ সম্ভাবনা দেখেন রাজ্জাক। কিন্তু তার জাতীয় দলের জন্য পরিণত হতে তার আরও সময় লাগবে বলে মনে করেন তিনি। রাজ্জাক বলেন, ‘ভালো অলরাউন্ডার, খুবই ভালো। খুব ভালো সম্ভাবনা আছে। এখনই জাতীয় দলের জন্য প্রস্তুত তা বলব না। তবে ওর ভালো সম্ভাবনা আছে। সময় লাগবে। এখনও ও পুরোপুরি তৈরি না। আমাদের এই একটা জায়গা আছে। লেগ স্পিনারেরও জায়গা আছে। তবে ভালো তো হতে হবে, যে জায়গাই হোক। অনেক খেলোয়াড় থাকে যাদের আরেকটু সময় লাগবে। তাদের ঐ সময় দেওয়া হবে। তার মানে এই না খেলিয়ে খেলিয়ে সময় দেওয়া।’





Source link: https://www.ittefaq.com.bd/649003/%E2%80%98%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%9F-%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87%E0%A6%87-%E0%A6%86%E0%A6%9B%E0%A7%87%E2%80%99

Sponsors

spot_img

Latest

Chickpeas: A Love Story

A few years ago, when I was just starting out on my quest to dial back meat in our house, one of my daughters...

Get 20TB of Cloud Storage for $90 During This 48-Hour Flash Sale

Disclosure: Our goal is to feature products and services that we think you'll...

Iran complain to FIFA about USA removing Islamic Republic symbol from flag in social media posts but Americans say decision made to support women...

The Iranian Football Federation has complained to FIFA after the United States removed the Islamic Republic symbol from the Iran flag in social media posts. Ahead the meeting between both...

Ray Allen born; Theis, Yabu, Wesley signed; Moore dealt; Waldron passes

On this day in Boston Celtics history, champion Celtics sharpshooter Ray Allen was born in Merced, California. A military kid, Allen “grew up”...