উন্নয়নশীল বিশ্বে চলিতেছে রাজাদের রাজত্ব!


উন্নয়নশীল বিশ্বে যাহারা ক্ষমতায় থাকেন, তাহাদের অধিকাংশই নিজেদের রাজা মনে করেন। তাহাদের চলাফিরা ও আড়ম্বরপূর্ণ জীবনাচার দেখিলেই বিষয়টি প্রতিভাত হয়। ইহাতে জনগণের ভোগান্তি বাড়িয়া গেলেও তাহাতে তাহারা কর্ণপাত করেন না। কারণ এইভাবে ঠাটবাট বজায় রাখিয়া না চলিলে তাহাদের ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটিবে কীভাবে? সেই জন্যই এই সকল দেশে এত অন্যায়-অবিচার ও নিয়মকানুনের ব্যত্যয় পরিলক্ষিত হয়। তাহারা যেইখানেই যান না কেন, তাহাদের সহিত থাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশাল বহর। ইহাতে সেইখানকার স্বাভাবিক জীবনযাত্রা থমকাইয়া যায়। জনপ্রতিনিধিদের পাশাপাশি প্রশাসনিক কর্মকর্তারাও কম যান না। তাহারা যেই জনগণের পয়সায় বেতন-ভাতা পান, কোনো কাজে তাহাদের নিকট গেলে ইহা বুঝিবার কোনো উপায় নাই। অর্থাৎ সেও এক রাজা। এমপি-মন্ত্রীরা সাময়িকভাবে কোনো এলাকা হইতে চলিয়া যাওয়ামাত্র সেইখানকার রাজার পজিশন লইয়া লন উপজেলা চেয়ারম্যান বা পৌরসভার মেয়ররা। দুই-একটি ক্ষেত্রে ব্যতিক্রম ছাড়া রাজার হুকুমেই চলে রাজত্ব।

উন্নয়নশীল দেশে মুখে গণতন্ত্র, সংবিধান ইত্যাদির কথা বলা হইলেও সেইখানে যে কোনো প্রকারে ক্ষমতায় যাইতে পারা কিংবা থাকাটাই মুখ্য উদ্দেশ্য হইয়া পড়ে। এই ক্ষেত্রে সাধারণ মানুষের তোয়াক্কা খুব একটা করা হয় না। অথচ বলা হয়, তাহারা হইলেন সার্ভেন্ট অব দ্য পিপল বা জনগণের সেবক। এখন কে কাহার সার্ভেন্ট তাহা বলাই কঠিন! নির্দিষ্ট মেয়াদান্তে নির্বাচন শেষে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরিত হইবার কথা; কিন্তু কায়দাকানুনের মধ্য দিয়া এই প্রক্রিয়াটাও আজ ডিজিটাল হইয়া গিয়াছে। এই কারণে উন্নয়নশীল দেশে সত্যিকার অর্থে শান্তিতে বসবাস করা আজ দুরূহ হইয়া পড়িয়াছে। এমনিতে চাকুরিবাকুরি বা কর্মসংস্থান নাই, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারে আগুন, তাহার উপর এই অশান্তি কাহাতক সহ্য করা যায়! মানুষ যদি মানুষকে সম্মান না করে, তাহা হইলে আগামী দিনগুলিতে আরো কী ঘটিবে তাহা কল্পনাও করা যায় না। এই সমস্ত দেশের যেই সকল লোক প্রজাতন্ত্রের কর্মচারী, তাহারা নিজেদের আর প্রজাতন্ত্রের লোক মনে করিতেছেন না বলিলেই চলে। তাহারা নির্দিষ্ট ব্যক্তি বা ব্যক্তিদের সন্তুষ্ট করিতে পারিলেই বর্তিয়া যান। ইহাতে তাহাদের প্রমোশন, কাঙ্ক্ষিত কর্মস্থলে বদলি ইত্যাদি সহজ হইয়া যায়। আমরা অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কারের কথা প্রায়শ বলিয়া থাকি; কিন্তু আমাদের এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন না হইলে কোনো সংস্কারই ফলপ্রসূ হইবে না।

উন্নয়নশীল দেশে যেই সকল অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটে, তাহার প্রতিকার না হইলে তাহার চাপ শেষ পর্যন্ত আসিয়া পড়ে সাধারণ মানুষের ঘাড়ে। আর সাধারণ মানুষ যে পর্যন্ত সচেতন না হন, সে পর্যন্ত এই দুর্বিষহ অবস্থা চলিতেই থাকে। পেরু, ফ্রান্স, ইংল্যান্ড প্রভৃতি দেশে পান হইতে চুন খসিয়া পড়িলেই জনগণ রাজপথে নামিয়া পড়িতেছেন। অথচ তৃতীয় বিশ্বের অধিকাংশ দেশে জোড়াতালি দিয়া নির্বাচন হইলেও তাহাতে কাহারও কোনো প্রতিক্রিয়া নাই। দুর্নীতির পরিমাণ বাড়িতে বাড়িতে পাহাড়সম হইয়া গেলেও সেইদিকে খেয়াল নাই। এই সকল দেশে বুদ্ধিজীবী ও সুশীল সমাজের লোকেরা কোথায়? ফলে শোষণ-বঞ্চনার পরিমাণ ক্রমান্বয়ে বাড়িয়াই চলিয়াছে। জরুরি সেবা খাতের  কোনো সেবার মূল্য বৃদ্ধি পাইলে শেষপর্যন্ত ইহার ভার বহন করিতেছে জনগণই। এইভাবে উন্নয়নশীল দেশসমূহে সাধারণ মানুষকে বোকা ও গাধা বানানো হইতেছে সহজেই। সেই ভারে তাহাদের ঘাড় ন্যুব্জ হইয়া গেলেও তাহাদের মুখে ভাষা নাই। সরকার আসে ও যায়; কিন্তু তাহাদের এই অবস্থার বিশেষ কোনো পরিবর্তন নাই। সরকারের ভর্তুকি কোথায় কীভাবে ব্যবহৃত হয় এবং কাহারা তাহা খাইয়া ফালায় তাহা অজানা নহে। আন্তর্জাতিক দাতা সংস্থার পক্ষ হইতে ভর্তুকি বন্ধ ও সংস্কারমূলক ব্যবস্থা গ্রহণ করিবার কথা বলা হইতেছে। ভর্তুকি যাহাতে আর না দিতে হয়, এই জন্য অর্থনৈতিক সুশাসন জরুরি। ইহা তখনই সম্ভব যখন জনগণের চাপে সরকার তেমন ব্যবস্থা নিবেন। অতএব, আজ নেতা, সুশীল বা বুদ্ধিজীবী সমাজ, কাহারো উপর নির্ভর করিয়া তেমন কোনো লাভ হইবে না। জনগণকে প্রত্যেকের জায়গা হইতে সোচ্চার হইতে হইবে। ইহা ছাড়া কাঁধের বোঝা হালকা হইবার আশা করা বৃথা।





Source link: https://www.ittefaq.com.bd/630484/%E0%A6%89%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8%E0%A7%9F%E0%A6%A8%E0%A6%B6%E0%A7%80%E0%A6%B2-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AC

Sponsors

spot_img

Latest

6 Linen Pieces I’m Loving This Spring (Plus, a Big Sale)

Do you remember the Seinfeld episode when George says, “I would drape myself in velvet if it were socially acceptable”? That’s how I’m...

Jill Biden sees East Africa drought up close

“They talked about how their livestock are dying. Obviously, you can see the drought here, how bad it is,” the first lady told...

Cosmos (ATOM) Price Displays Intense Momentum

Cosmos (ATOM) demand has risen these past few days, resulting in a significant performance. According to CoinMarketCap data ATOM price has fallen to...

Johnny Young Bosch Voicing Lead in English Dub

In a couple of weeks, the Ultraman series will be returning with another installment as part of its Reiwa era. Blazar also serves...

“I felt the value of Carlos Alcaraz when he was 16,” said Nuno Borges

Carlos Alcaraz returned to the court in Barcelona, after the physical problems that made him miss the Monte-Carlo Masters 1000. Nuno Borges...