ব্রিটেনে স্বীকৃতি পাচ্ছে আফ্রিকার ফ্যাশন


আফ্রিকার সমৃদ্ধ সংস্কৃতি ফ্যাশন জগতের উপরও প্রভাব ফেলছে। তানজানিয়া বংশোদ্ভূত লন্ডন ভিত্তিক এক ডিজাইনার সেই উদ্যোগে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তিনি নিজের পূর্বপুরুষের দেশেও বড় আকারে সক্রিয় হতে চান।

প্রথাগত কাট, খাঁটি রেশমের কাপড় ও রঙিন প্যাটার্ন লন্ডন ভিত্তিক ডিজাইনার রেনে ম্যাকডনাল্ডের ফ্যাশনের বার্তা অত্যন্ত স্পষ্ট। তিনি মনে করিয়ে দেন, ‘আফ্রিকাকে সভ্যতার আঁতুড়ঘর হিসেবে ভাবলে এটাও মানতে হবে, যে অনেক অর্থে সেই মহাদেশ ফ্যাশনেরও জন্ম দিয়েছিল। আমার অন্তরাত্মা অত্যন্ত আফ্রিকান। অনেক রং ও প্রিন্ট  দেখে আমি বড় হয়েছি। বিভিন্ন রংয়ের মধ্যে সংঘাত ঘটানো আমাদের জন্য বেশ স্বাভাবিক। যে কোনো দুটি রংয়ের মেলবন্ধনের কোনো নিয়ম নেই, পরে নিলেই হবে।’



রেনে ম্যাকডনাল্ড তানজানিয়ায় জন্মগ্রহণ করেন। শিশু বয়সে ব্রিটেনে আসার পর থেকেই তিনি ফ্যাশন সম্পর্কে মুগ্ধ ছিলেন। তার মা সবকিছু নিজেই সেলাই করতেন। উচ্চশিক্ষার শেষে ফ্যাশন স্টাইলিস্ট হিসেবে কাজের সময় তিনি নিজের এক স্বপ্ন পূরণ করেন। ২০১৮ সালে তিনি ‘লিসু’ নামে নিজের লেবেল চালু করেন। 

নিজের সৃষ্টি সম্পর্কে রেনে বলেন, ‘আমাকে আগেও এই ব্র্যান্ডের সংজ্ঞা দিতে কিছু শব্দ বলতে বলা হয়েছে। আমি বলবো সাহসী, অনবদ্য, রঙিন ও খুশিতে ভরা। মনোবিজ্ঞানীরা সত্যি প্রমাণ করে দেখিয়েছেন, রং আমাদের মন আরও ভালো করে তোলে। অর্থাৎ ভালবাসা ও আনন্দ ছড়িয়ে দেওয়াই আসল কথা।’


রেনে ম্যাকডনাল্ড তানজানিয়ায় জন্মগ্রহণ করেন।

তার ডিজাইন সফলভাবে আফ্রিকা ও ইউরোপের সংস্কৃতির মধ্যে সেতুবন্ধ গড়ে তোলে এবং অত্যন্ত জনপ্রিয়ও বটে। তার অনুরাগীদের মধ্যে হলিউড ও অন্যান্য তারকাও আছেন, যেমন ব্রিটিশ টেলিভিশন উপস্থাপক এজে উদুদু, ন্যাওমি ওয়াটস, গোয়েনেথ প্যালট্রো, হেলেন মিরেন ও ট্যান্ডিওয়ে নিউটন। 

রেনে ম্যাকডনাল্ড বলেন, ‘মহামারির সময়ে “ব্ল্যাক লাইভস ম্যাটার” বিষয়টি এত গুরুত্ব পেয়েছিল, সবাইকেই অন্য বিষয় ছেড়ে শুধু সে দিকেই মনোযোগ দিতে হয়েছিল। এখনো বিষয়টির নিষ্পত্তি হতে অনেক সময় লাগবে। তবে সেই “টাইমিং” আমার জন্য খুবই ভালো ছিল। আমার মতে, বেশিরভাগ আফ্রিকান ডিজাইনার আমার সঙ্গে একমত হবেন। কারণ ২০২২ সালে ভি অ্যান্ড এ আফ্রিকান ডিজাইনারদের নিয়ে এক প্রদর্শনী আয়োজন করেছে।’


তার ডিজাইন সফলভাবে আফ্রিকা ও ইউরোপের সংস্কৃতির মধ্যে সেতুবন্ধ গড়ে তোলে এবং অত্যন্ত জনপ্রিয়ও বটে।

লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়ামে ‘দ্য আফ্রিকা ফ্যাশন এক্সিবিশন’ বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে আফ্রিকার ফ্যাশনের বিবর্তন তুলে ধরেছে। আফ্রিকার ২০টিরও বেশি দেশের ৪৫ জন ডিজাইনারের সৃষ্টিকর্ম সেখানে শোভা পেয়েছে। 

রেনে বলেন, ‘সাংস্কৃতিকভাবে এত সমৃদ্ধ এক মহাদেশের সৃজনশীলতা অবশেষে উদযাপনের মুহূর্ত এসেছে বলে আমি বেশ রোমাঞ্চ বোধ করছি। প্রিন্ট, প্যাটার্ন থেকে ইতিহাস, কাপড়ের অর্থ বিভিন্ন দিক থেকে এমন উৎসবের টাইমিং একেবারে ঠিক।’

লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়ামে 'দ্য আফ্রিকা ফ্যাশন এক্সিবিশন' বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে আফ্রিকার ফ্যাশনের বিবর্তন তুলে ধরেছে।

আফ্রিকার ফ্যাশন নিয়ে ব্রিটেনে এর আগে কখনো এত বড় প্রদর্শনী হয়নি। ক্রিস্টিন চেচিনস্কার নেতৃত্বে সেই প্রদর্শনী সাজানো হয়েছে। তিনি মনে করেন, ‘এই মুহূর্তে “আফ্রিকা ফ্যাশন” আয়োজনের কারণ হলো, শিল্প, সংগীত বা ফ্যাশনের ক্ষেত্রে আমরা গোটা বিশ্বের উপর আফ্রিকার ক্রিয়েটরদের প্রভাব দেখতে পাচ্ছি। আমার মতে, নিজস্ব সংজ্ঞা, নিজস্ব সংকল্পের সেই তাগিদ থেকে বাকি বিশ্বও শিক্ষা নিতে পারে।’

দুই মহাদেশেই বড় হবার সুযোগ এই ডিজাইনারের কাছে বড় সৌভাগ্য মনে হয়৷ লন্ডনে বাসা বাঁধা সত্ত্বেও তিনি নিয়মিত আফ্রিকায় নিজের শিকড়ে ফিরে যাবার তাগিদ অনুভব করেন। সেই অনুভূতি ব্যাখ্যা করে রেনে ম্যাকডনাল্ড বলেন, ‘কারণ সেই জায়গার সঙ্গে আমার এত নিবিড় যোগাযোগ। মহামারির সময় বাদ দিলে বছরে অন্তত একবার আমি তানজানিয়ায় যাই। আমার অন্তরাত্মাকে পুষ্টি জোগাতে ভবিষ্যতে আরও ঘনঘন সেখানে যেতে চাই।’


আফ্রিকার ফ্যাশন নিয়ে ব্রিটেনে এর আগে কখনো এত বড় প্রদর্শনী হয়নি।

তানজানিয়ায় নিজস্ব ফ্যাশন পণ্যের উৎপাদন, সেখানে কর্মসংস্থান বাড়ানো এবং স্থানীয় কারিগরদের পৃষ্ঠপোষকতা রেনে ম্যাকডনাল্ডের বড় স্বপ্ন।





Source link: https://www.ittefaq.com.bd/638111/%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9F%E0%A7%87%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%80%E0%A6%95%E0%A7%83%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%86%E0%A6%AB%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AB%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%A8

Sponsors

spot_img

Latest

Mo’unga wins battle of All Black No 10s as Barrett injured in Japan

The anticipated clash between rival All Blacks No 10s lasted only 16 minutes before Beauden Barrett left the field, leaving countryman Richie...

Samoa boss Mapusua explains delayed arrival of Lima Sopoaga in Apia

Relocating his family for a new rugby life in Japan is hampering the attempt of Lima Sopoaga, the former All Blacks fly-half,...

Iga Swiatek, Aryna Sabalenka, Elena Rybakina & Coco Gauff path to Australian Open win

© Getty Images Sport - Mackenzie Sweetnam World No. 1 Iga Swiatek has learned her potential path to winning her first Australian Open...

Tributes paid to 34-year-old rugby player who died at training

Tributes have been paid to a 34-year-old rugby player who died during a training session in Cumbria on Thursday. Penrith RUFC player...

Dogecoin (DOGE) Jumps 7% Daily, Ready to Flip Cardano (ADA) Next?

Tadas Klimasevskis is an author & reporter, focusing on the latest tendencies of the crypto galaxy. Tadas spends his time digging deeper into...