ভোট মানুষের সাংবিধানিক অধিকার: আনোয়ার হোসেন মঞ্জু


জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, আসন্ন বিভিন্ন নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। এ সময় সকল নির্বাচনি আচরণবিধি মেনে চলা আবশ্যক। কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করে যথাযথ কর্তৃপক্ষ দায়িত্বের সঙ্গে সব ধরনের বেআইনি তৎপরতা কঠোর হাতে মোকাবিলা করবেন।

সোমবার (২২ মে) দুপুরে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জেপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় আসন্ন ভাণ্ডারিয়া পৌর নির্বাচনে মেয়র পদে উপজেলা কার্যনির্বাহী সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিমকে জেপির দলীয় প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়।



তিনি বলেন, ভোটদান মানুষের সাংবিধানিক অধিকার। ভোটদানে বাধা, নির্বাচনি বিধি লঙ্ঘন করে অর্থ ব্যয়সহ যেকোনো ধরনের বেআইনি তৎপরতাকে মোকাবিলা করতে হবে। এক্ষেত্রে র‌্যাব, বিজিবি, পুলিশসহ প্রশাসনকে যথাযথ দায়িত্ব পালনে দৃঢ়তা দেখানো প্রয়োজন। পাশাপাশি নির্বাচনকালীন শান্তি-শৃঙ্খলা বজায় রাখা প্রার্থী এবং জনগণের অবশ্যই পালনীয় দায়িত্ব। 

তিনি আরও বলেন, আগামী দিনগুলো পৃথিবীর জন্য অস্থির ও অনিশ্চয়তার সৃষ্টি হতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত ধৈর্য ও ইতিবাচক মনোভাব নিয়ে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছেন। আমাদেরও সচেতনতা ও সংযমের সঙ্গে সংযত আচরণ করা বাঞ্ছনীয়। 

আনোয়ার হোসেন মঞ্জু বলেন, গত ৩৮ বছর ধরে ভাণ্ডারিয়াসহ এ এলাকায় মানুষের উন্নয়ন করেছি। এ সময় আমি রাজনীতির কথা বলি নাই। মানুষের মধ্যে ঐক্য, শান্তি ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে সচেষ্ট ছিলাম। উন্নয়নবান্ধব পরিবেশ যেন নির্বাচনের সময় নষ্ট না হয় সে বিষয়ে সবার দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। ভোট যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেদিকে খেয়াল রাখা সমীচীন। যারা মাঝেমধ্যে দায়িত্ব জ্ঞানহীন কথা বলেন, টাকার অহংকারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের চেষ্টা করবেন তাদের এখনই সাবধান হওয়া উচিত। নির্বাচনি আচরণবিধিতে প্রার্থীদের সর্বোচ্চ ব্যয়ের সীমা নির্ধারিত রয়েছে। যারা এ সীমা লঙ্ঘন করে কথা বলেন, তাদের মনে রাখতে হবে রাষ্ট্রীয় নিয়মকানুন সম্পর্কে জ্ঞান অর্জন করেই কথা বলতে হয়। যেকোনো মূল্যে ভাণ্ডারিয়াসহ এ এলাকায় শান্তি বজায় রাখা উচিত। নির্বাচন নিয়ে উসকানিমূলক আলোচনা প্রত্যাশিত নয়। 


বক্তব্য দিচ্ছেন জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি। ছবি: ইত্তেফাক

উপজেলা জেপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দারের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জেপির নির্বাহী সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, সিনিয়র সহসভাপতি ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরোয়ার জোমাদ্দার, সহসভাপতি ও নদুমুলা শিয়ালকাঠী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শফিকুল কবির বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, সহসভাপতি এবং গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, উপজেলা যুব সংহতির সদস্য সচিব মামুনুর রশিদ সরদার, জেপির উপজেলা সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল আলম খোকন সিকদার, দপ্তর সম্পাদক প্রভাষক গিয়াস উদ্দিন বাবুল, মিজানুর রহমান সেন্টু মোল্লা, মো. কবির হাওলাদার, মো. ফিরোজ আলম, পৌর জেপির সদস্য সচিব আহসানুল কিবরিয়া ফরিদ মল্লিক, মো. জামাল উদ্দিন লিটন হাওলাদার, মো. রেজা আহম্মেদ দুলাল, মো. নাসির উদ্দিন দুলাল সরদার, উপজেলা যুব সংহতির আহবায়ক মো. রেজাউল হক রেজভি জোমাদ্দার, জেপির উপজেলা মহিলা পার্টির সাধারণ সম্পাদ মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক হাসিনা বেগম, পৌর কাউন্সিলর মো. কাদের হাওলাদার, মো. হারুন অর রশিদ মুন্সি, মো. সিদ্দিকুর রহমান মুন্সি, বেবী আক্তার, মঞ্জু রানী সিংহ, ফাতেমা আক্তার, উপজেলা  স্বেচ্ছাসেবক পার্টির উপজেলা সভাপতি মো. মনির সরদার, পৌর যুব সংহতির সদস্য সচিব মো. সাইদুল ইসলাম মুন্সি, উপজেলা ছাত্রসমাজের আহবায়ক মো. জাহিদুল ইসলাম, পৌর ছাত্রসমাজের আহবায়ক মাহাবুব শরীফ শুভসহ আরও অনেকে।





Source link: https://www.ittefaq.com.bd/645043/%E0%A6%AD%E0%A7%8B%E0%A6%9F-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%85%E0%A6%A7%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%A8%E0%A7%8B%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B9%E0%A7%8B%E0%A6%B8%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%AE%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%81

Sponsors

spot_img

Latest

Toga Parties, Beer Bongs and…Political Campaigns? Animal House Frat and Presidential Visits.

Then you see how beaten down it is, the roof shingles not all there, the windows barely holding the AC units tucked within...

Valve bans 40,000 Dota 2 accounts after laying a trap for cheaters

Over 40,000 Dota 2 accounts have been permanently banned in the last few weeks after they were caught red-handed using third-party software to...

Senators, Formenton Fail to Reach Contract By Deadline

The Ottawa Senators will officially be without one of their promising young players for the remainder of the season, as there's been no...

Jon Rahm dedicated his Masters victory to the golf legend who passed away in 2011

As a result of Jon Rahm's victory at the Masters, he became the fourth Spaniard to win the tournament. This is a...

Odegaard puts Gunners in front before Pope denies Saka and Martinelli in frantic clash

Arsenal travel to face Newcastle this afternoon aiming to keep their fading Premier League title hopes alive. The Gunners have allowed Man City to...