সকল অন্যায়-অত্যাচার প্রতিরোধ করা হবে: আনোয়ার হোসেন মঞ্জু


জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, ‘সকল অন্যায়-অত্যাচার প্রতিরোধ করা হবে। কালো টাকা নিয়ে যারা রাজনীতি করতে চান, মনে রাখতে হবে তাদের দুর্নীতি ফাইল তৈরি আছে। টাকা দিয়ে সেই ফাইল চাপা দিতে যারা চেষ্টা করেন তার খবরও সরকারের কাছে আছে। রাষ্ট্রযন্ত্র সম্পর্কে অনেকেরই ধারণা নাই। সময়মতো এই যন্ত্র নিজে নিজে বেজে ওঠে।’  

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার নদমূলা ইউনিয়নের চরখালী বিসমিল্লাহ চত্বরে স্থানীয় জনসাধারণের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন—‘কে কোথা দিয়া টাকা কীভাবে অর্জন করেন তা যদি রাষ্ট্র না জানত, তাহলে সে রাষ্ট্র ব্যর্থ হয়ে যায়। যে জাতি লড়াই করে বুকের রক্ত দিয়ে দেশের স্বাধীনতা অর্জন  করেছে তাদেরকে রক্তচক্ষু দেখিয়ে লাভ হবে না। কাজ না করে অর্ধসমাপ্ত রেখে কোনো কোনো ক্ষেত্রে অর্থ তুলে নেন। তাদের নাম-ঠিকানা যেমন সরকারের জানা আছে, তেমনি যেসব সরকারি কর্মচারী সহায়তা দিয়েছেন তা-ও সরকারের অজানা নয়। এ সমস্ত ব্যক্তি রং বদলিয়ে রাতারাতি কোন কোন ক্ষেত্রে অর্থ বিনিময় করে সরকারি দলের সহায়তা নিয়েছে তারাও রেহাই পাবে না। তা সময়ের ব্যাপার মাত্র। দেশের মানুষকে শোষণ করে যারা অর্থভাণ্ডার সৃষ্টি করেছে দেশবাসী তাদের চেনে। অতএব সময় থাকতে নিজেদেরকে শুধরিয়ে নেন। মনে রাখতে হবে, কোনো সরকারই শেষ নয়।’



তিনি আরও বলেন, ‘আমরা দীর্ঘকাল ধরে বলে আসছি উন্নয়ন করতে হলে ঐক্যের দরকার। এলাকায় আমরা ঐক্যবদ্ধ আছি বলেই কাঙ্ক্ষিত উন্নয়নের স্বাদ আমরা পাচ্ছি। কোনো কোনো মহল মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চায়। আমরা সচেতনতার সঙ্গে ঐক্যবিরোধী যে কোনো অপপ্রয়াস প্রতিহত করব। যে কোনো বিভাজনের বিরুদ্ধে সকলকে সজাগ থাকতে হবে। ইদানীং লক্ষ করা যাচ্ছে, এলাকায় স্বাধীনতাবিরোধী রাজাকারদের উত্তরসূরিরা বিশেষ দলের নাম ভাঙিয়ে লুটপাটে লিপ্ত হয়েছে। তারা নির্মাণকাজ করার নামে উন্নয়নবিরোধী নানা কৌশল করে সরকারি অর্থ হাতিয়ে নিচ্ছে। এ চক্র নির্মাণকাজের  ওয়ার্ক অর্ডার নিয়ে তা বেচে দেয় কর্তৃপক্ষের যোগসাজশে। অনভিজ্ঞ-অযোগ্য-অর্বাচীন ঠিকাদার নামধারীদের মাধ্যমে নির্মাণকাজগুলো সম্পন্ন না করে ফেলে রেখেছে। তারা কাজ সম্পন্ন না করে বরাদ্দকৃত অর্থ হাতিয়ে নিচ্ছে। এর দ্বারা একদিকে যেমন জনগণ ও দেশের অর্থ বিনষ্ট হচ্ছে, তেমনি কাজের ক্ষতি হচ্ছে। এই উন্নয়ন বিনষ্টকারীদের বিরুদ্ধে নাগরিক হিসেবে মামলা করা হবে।’

আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘পৃথিবীতে আজ যুদ্ধ ছড়িয়ে পড়েছে, তার প্রভাবে আমাদের দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর জন্য সাধারণ মানুষের দুর্ভোগ বেড়ে যাচ্ছে। ধৈর্যের সঙ্গে এই বৈরী পরিস্থিতি মোকাবিলা করতে হবে। আমাদের এলাকার মানুষ স্বভাবতই ধৈর্যশীল। বিগত ৩৮ বছর ধরে এলাকাবাসী তাদের ভাগ্য উন্নয়নের জন্য ঐক্যবদ্ধ থেকেছে। ঐক্যের কোনো বিকল্প নাই। যে কোনো পরিস্থিতিতে আমাদের ঐক্য অক্ষুণ্ণ রাখব।’  

আনোয়ার হোসেন মঞ্জু এমপি গতকাল বিকালে ভাণ্ডারিয়া বিশ্ব রোড থেকে মুচিরখাল পর্যন্ত একটি খাল খননকাজের উদ্বোধন করেন এবং দোয়া ও মোনাজাত করেন। এ সময় তিনি উপস্থিত এলাকাবাসীর প্রতি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সেখানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি-জেপির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও ভাণ্ডারিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, জেপির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য গোলাম সরওয়ার জোমাদ্দার, ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর প্রশাসক ফায়জুর রশীদ খসরু জোমাদ্দার, ভাণ্ডারিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, উপজেলা জেপির সহসভাপতি ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান চৌধুরী, ভিটাবাড়ীয়া ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না, সমাজসেবী মোয়াজ্জেম হোসেন নিউটন মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক কাজি রকনুজ্জামান বশির, উপজেলা  যুব সংহতির আহ্বায়ক রেজাউল হক রেজভী জোমাদ্দার, সদস্য সচিব মামুনুর রশীদ সরদার প্রমুখ।  এরপর আনোয়ার হোসেন মঞ্জু এমপি ভাণ্ডারিয়ার পুরাতন স্টিমার ঘাট থেকে মহিলা কলেজ পর্যন্ত একটি সড়কের নির্মাণকাজের উদ্বোধন করেন।  

জাতীয় পার্টি-জেপির ভাণ্ডারিয়া উপজেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মনিরুল হক মনি জোমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জেপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জ্বল, নদমূলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সেপাই, যুব সংহতির উপজেলা সদস্য সচিব মামুনুর রশীদ সরদার প্রমুখ। এ সময় মঞ্চে ছিলেন জাতীয় পার্টি-জেপির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, উপজেলা জেপির সহসভাপতি গৌরীপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী, উপজেলা জেপির সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম খোকন সিকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক কাজি রকনুজ্জামান বশির, জেপির পৌর আহ্বায়ক আহসানুল কিবরিয়া ফরিদ মল্লিক, উপজেলা যুব সংহতির আহ্বায়ক রেজাউল হক রেজভী জোমাদ্দার, স্বেচ্ছাসেবক পার্টির উপজেলা আহ্বায়ক মনির সরদার, ছাত্রসমাজের উপজেলা আহ্বায়ক জাহিদ হোসেন সরদার প্রমুখ।

রাতে আনোয়ার হোসেন মঞ্জু এমপি গৌরীপুর হাইস্কুল মাঠে তেওয়ারীপুর নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করেন। এখানে তিনি সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন।





Source link: https://www.ittefaq.com.bd/633339/%E0%A6%B8%E0%A6%95%E0%A6%B2-%E0%A6%85%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%85%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A7-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%86%E0%A6%A8%E0%A7%8B%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B9%E0%A7%8B%E0%A6%B8%E0%A7%87%E0%A6%A8

Sponsors

spot_img

Latest

Celtics’ Jayson Tatum still optimistic about Boston’s chances down 0-2 to Miami

The Boston Celtics find themselves in a 0-2 deficit as their 2023 Eastern Conference Finals series with the Miami Heat now shifting to...

‘At a crossroads’: Speakership scramble intensifies as new candidates stake their claims

“It is incumbent upon us now to decide upon a consensus candidate who can serve as a trusted caretaker and a good steward...

Watch Jordan Clarkson score 20 points in four minutes to lead Philippines to win

Jordan Clarkson is a bucket.If you had any doubt, watch score 20 points in four minutes for the Philippines at the World Cup,...

Kerr reveals wife’s hilarious reality check after Warriors’ collapse

Kerr reveals wife's hilarious reality check after Warriors' collapse Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement ...

Classy trailer drops for new 1990 Scotland Grand Slam film

Rugby fans eagerly awaiting the upcoming Calcutta Cup fixture in the opening round of the 2023 Guinness Six Nations have had their...