সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হবে: আনোয়ার হোসেন মঞ্জু


জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, ‘আমাদের এ অঞ্চলের সমাজে বর্তমানে শান্তি, স্বস্তি এবং স্থিতিশীলতা বিরাজ করছে। অতীতের যে কোনো সময়ের তুলনায় মানুষের জীবনমানের অবস্থা ভালো। মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি থাকায় বিভিন্ন ক্ষেত্রে অবকাঠমোগত উন্নয়ন চলমান। এই ইতিবাচক অবস্থা আমাদের ধরে রাখতে হবে।’ 

বৃহস্পতিবার (৩০ মার্চ) পিরোজপুরের ইন্দুকানী উপজেলার  জাতীয় পার্টি-জেপির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, ‘সারা বিশ্বে এক সংকটজনক অবস্থা বিরাজ করেছে। যুদ্ধ বিগ্রহের কারণে এই পরিস্থিতি বিশ্বব্যাপী বেড়ে চলছে। যার প্রভাবে আমাদের দেশেও দ্রব্যমূল্য বৃদ্ধিসহ মানুষের জীবনযাত্রা অনেকটা হুমকির মুখে। এই অবস্থার মধ্যে যাতে আমরা ধৈর্য-ঐক্য এবং সংযমের পরিচয় দিয়ে দেশে সংকটমুক্ত পরিবেশ বজায় রাখতে পারি, তার চেষ্টা চালাতে হবে। অতীতে ইন্দুরকানীসহ এ অঞ্চলের মানুষ খুবই ঝুঁকির  মধ্যে, ভয়ভীতির মধ্যে বসবাস করত। গত এক দশকে এই পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। মানুষ এখন আর আতঙ্কের মধ্যে রাত কাটায় না। অতীতে এ এলাকায় যে ভীতিকর ও বিশেষ কট্টর মতাদর্শের রাজনীতি ছিল তা থেকে আমরা মানুষকে মুক্তি দিতে পেরেছি। পাশাপাশি সড়ক যোগাযোগ, স্বাস্থ্য, চিকিৎসা ব্যবস্থা, জলবায়ু অভিঘাত মোকাবেলা, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, বিশুদ্ধ পানি সরবরাহ ইত্যাদি ক্ষেত্রে দৃষ্টিগোচরমূলক পরিবর্তন সাধন করতে সক্ষম হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত আন্তরিক পদক্ষেপের কারণে ভূমিহীন, গৃহহীন মানুষ মাথা গোঁজার ঠাঁই পেয়েছে। সমাজে এই পরিবর্তনের যে হাওয়া বইছে আগামীতে তা যেন অব্যাহত থাকে সে জন্য আমাদের ইতিবাচক ধারায় রাজনীতি করতে হবে। আমি গত ৩৮ বছর দক্ষিণাঞ্চলে যে কথা বলে এসেছি তা হলে—জীবনমানের উন্নয়নের জন্য দলীয় রাজনীতির ঊর্ধ্বে থাকতে হবে। রাজনীতি করা সকলের মৌলিক অধিকার। তবে উন্নয়ন হবে দল নিরপেক্ষ। এ ক্ষেত্রে যে বিষয়টিকে গুরুত্ব দিতে হবে তা হলো এলাকার ঐক্য। যে এলাকায় ঐক্য বিরাজ করে সেখানে সরকারের উচ্চ মহল থেকে সুদৃষ্টি থাকে। বর্তমান রমজান মাস, মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংযম ও ধৈর্য ধারণ করে রমজানের ফজিলত আমরা আস্বাদন করব।’    



ইন্দুরকানী উপজেলা জাতীয় পার্টি-জেপির কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপজেলা জেপির আহ্বায়ক ও পত্তাশী ইউপি চেয়ারম্যান মো. শাহীন হাওলাদারের সভাপতিত্ব আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান এবং উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মত্ লুত্ফুন্নেছা খানম। মতবিনিময় সভায় এ সময় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক, উপজেলা জেপির সদস্য সচিব ও ইন্দুরকানী ইউপি চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন, উপজেলা জেপির যুগ্ম-আহ্বায়ক গোলাম সরোয়ার বাবুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন নাহার, বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতী, পাড়েরহাট ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান শাওন তালুকদার, আওয়ামী লীগের সাবেক উপজেলা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মৃধা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ হাওলাদার, জেপির যুগ্ম-আহ্বায়ক কাওসার আহমেদ দুলাল প্রমুখ। ইন্দুরকানীতে আনোয়ার হোসেন মঞ্জু এমপির সঙ্গে ছিলেন, জাতীয় পার্টি—জেপির ভাণ্ডারিয়া উপজেলা কার্যনির্বাহী সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, জেপির উপজেলা সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, ভাণ্ডারিয়া পৌর জেপির সদস্য সচিব আহসানুল কিবরিয়া ফরিদ মল্লিক, ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী রোকনুজ্জামান বশির, ভাণ্ডারিয়া উপজেলা যুবসংহতির আহ্বায়ক মো. রেজাউল হক রেজভী জোমাদ্দার, স্বেচ্ছাসেবক পার্টির উপজেলা সভাপতি মো. মনির সরদার, উপজেলা যুব সংহতির সদস্য সচিব মামুনুর রশিদ সরদার, উপজেলা ছাত্রসমাজের আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম প্রমুখ।

ভাণ্ডারিয়া সংবাদদাতা শঙ্কর জীত্ সমদ্দার জানান, জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি গতকাল বৃহস্পতিবার দুপুরে ভাণ্ডারিয়া-বানাই-ভগিরথপুর-বেতাগী-সিংখালী নির্মাণাধীন সড়কের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় পার্টি-জেপির ভাণ্ডারিয়া উপজেলা কার্যনির্বাহী সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, জেপির উপজেলা সিনিয়র সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরোয়ার জোমাদ্দার, জেপির উপজেলা সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, জেপির মহিলা পার্টির উপজেলা সভানেত্রী এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার প্রমুখ।

জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির প্রতিষ্ঠিত বেসরকারি সামাজিক উন্নয়নমূলক দুস্থ কল্যাণ সংস্থা (ডি.কে.এস)-এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রতি বছরের মতো এ বছরও অসহায় দুস্থ মানুষের মধ্যে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়। গতকাল সকালে উপজেলার তেলিখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে, ইকড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে, ধাওয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে, ভিটাবাড়িয়া ইউনিয়নের সেনেরহাট বাজারে অসহায় দুস্থদের মধ্যে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়। এছাড়া বিকালে  নদমুলা সাইক্লোন শেল্টারে নদমুলা-শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের অসহায় দুস্থ মানুষের মধ্যে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়। পৃথকভাবে এসব স্থানে এসব ঈদ উপহার বিতরণ করেন তেলিখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. বাহাউদ্দিন তালুকদার বাদল, জাতীয় পার্টি-জেপির ভিটাবাড়িয়া ইউনিয়ন সভাপতি রেজা আহম্মেদ দুলাল, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাব্বির, সাংগঠনিক সম্পাদক মো. মামুন হাওলাদার, ইকড়ি ইউনিয়ন যুবসংহতির সভাপতি মো. হাসান জোমাদ্দার, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শিল্পী রানী, জেপি নেতা ও ইউপি সদস্য সাকায়েত হোসেন সিপাই, বিধান চন্দ্র মন্ডল, নদমুলা ইউনিয়ন যুবসংহতির সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আজিজুল হক বাবুসহ স্ব স্ব স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।  বিতরণ কাজে  সহায়তা করেন সংস্থার পক্ষে আতিকুজ্জামান খোকন ও কাজী আতাহার হোসেন।





Source link: https://www.ittefaq.com.bd/637956/%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%87-%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%93-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%80%E0%A6%B2%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%9C%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%96%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%86%E0%A6%A8%E0%A7%8B%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0

Sponsors

spot_img

Latest

Manchester City’s Jude Bellingham pursuit threatened by Premier League charges

De Bruyne, the midfield talisman behind four league titles, turns 32 in June and City - who like to plan their windows 18...

Spain 1-1 Germany – World Cup 2022 LIVE: Niclas Fullkrug scores late equaliser to keep Die Mannschaft hopes alive

Spain and Germany clash in Group E at the 2022 World Cup – and you can follow all the action live on talkSPORT. We’re...

The Crusaders start to the season shows their loss is the All Blacks gain

Not all coaches are created equal.So, as I watched the Crusaders slump to a third-straight defeat, to start the Super Rugby Pacific...

Joel Embiid, Nikola Jokic win January Player of the Month awards

The month of January is over and now is the time for teams to move forward with the 2022-23 season. The Philadelphia 76ers...

How the All Blacks broke Argentina open with Jordie Barrett

The All Blacks have been searching for a No 12 who can deliver the direct game plan reserved for the likes of...