সামনের সব নির্বাচন অবাধ-সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক হবে: শেখ পরশ


সামনের সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক হবে বলে মন্তব্য করেছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সোমবার (৫ জুন) বিকেলে রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে ঢাকা-১৩ আসনের ৮ ওয়ার্ডের যুবলীগের ইউনিটের সম্মেলনে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জননেতা অ্যাড. জাহাঙ্গীর কবির নানক। 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. সাদেক খান এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান। সভাপতিত্ব করেন, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল ও সঞ্চালনা করবেন, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের সংগ্রামে আত্মাহুতি দিয়েছেন। বঙ্গবন্ধুর আদর্শের প্রশ্নে তিনি ছিলেন অবিচল এবং বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ সৃষ্টির প্রশ্নে শেখ মণি ছিলেন আপোসহীন। তাই তাঁকে বলা হয় মুজিব বাহিনীর স্রষ্টা এবং মুজিববাদের প্রবক্তা। সেই ধারাবাহিকতার লক্ষ্যে আমরা প্রত্যাশা করি যে যুবলীগের এমন নেতৃত্ব সৃষ্টি করবো যারা বঙ্গবন্ধুকন্যার উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে যে কোন ত্যাগ শিকার করতে প্রস্তুত। অতএব, আগামী দিনের যুবলীগের নেতৃত্ব নির্বাচনে আপনারা আদর্শিক ও ত্যাগী নেতৃত্ব নির্বাচন করবেন। দেশপ্রেমী, পরিশ্রমী ও সাহসী নেতৃত্ব আপনারা নির্বাচন করবেন বলে আমি প্রত্যাশা করি। যেই নেতৃত্ব আগামীর উন্নত এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দেবে। 

তিনি আরও বলেন, আগামীতে আপনারা দেশপ্রেমিক ও ত্যাগী নেতৃত্বের নির্বাচন করবেন বলে বিশ্বাস করি। সামনের সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক হবে। সব নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে। 

তিনি আরও বলেন, ইউনিট সম্মেলনের মাধ্যমে আমাদের তৃণমূল শক্তিশালী করতে হবে। এসব ইউনিট আমাদের অন্য সংগঠনের সঙ্গে সেতুবন্ধন তৈরি করবে। 

তিনি আরও বলেন, যদি ২০০৮ থেকে ২০২৩ সালের যোগাযোগ খাতে উন্নয়ন খেয়াল করেন, তাহলে দেখবেন কি অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। 

বাজেট প্রসঙ্গে তিনি বলেন, সরকার গণমুখী বাজেট উপহার দিয়েছে। এছাড়া উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও নির্বাচিত করতে হবে। তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের মাঠে ময়দানে থাকতে হবে। যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে তৈরি থাকতে হবে। এটা সম্ভব হবে যখন আমরা নিজেদের মধ্যে গ্রুপিং বন্ধ করব। 

তিনি বলেন, দেশে সুষ্ঠু নির্বাচনের একমাত্র বাধা বিএনপি। তারা এখন নামসর্বস্ব একটি দলে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, কোনোভাবে জনগণের ওপর সহিংসতা আমরা বরদাশত করব না। যদি সহিংসতা করা হয়, তাহলে যুবলীগও শক্তি প্রদর্শন করতে বাধ্য হবে। 

সম্মানিত অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, আমি যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক সাহেবকে বলতে চাই, আজকে যখন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যাই, তখন যুবলীগের নতুন উদ্দীপনা, নতুন ভাবমূর্তি দেখে আমার প্রাণ ভরে যায়। আজকে ১০৪টি ইউনিট সম্মেলন হলো। এই ইউনিটসমূহ হবে বিএনপি-জামাতের সকল ষড়যন্ত্র মোকাবিলায় বলিষ্ঠ ভূমিকা পালন করবে। তারা ক্যান্টনমেন্টের ভূমিকা পালন করবে। এই ক্যান্টনমেন্ট হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কর্মযজ্ঞের মূলভিত্তি।

তিনি মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে নাকি রাষ্ট্র কাঠামো ধ্বংস করে দিয়েছে। তার কথা শুনে ঘোড়াও হাসে। বিএনপির প্রতিষ্ঠাতা খুনি জিয়াউর রহমান ক্ষমতায় আসার পূর্বে মুক্তিযোদ্ধা, সেনাবাহিনী, বিমান বাহিনীর কর্মকর্তাদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিলেন। সেই সন্ত্রাসী সংগঠন বিএনপি নাকি রাষ্ট্রের মেরামত করবে, এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে। যারা সরকারের পাশে আর একটি হাওয়া ভবন প্রতিষ্ঠা করে রাষ্ট্রকে গুম-হত্যার নীলাভূমি করেছিল তাদের মুখে এসব কথা মানায় না। ওদের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার, সজাগ থেকে রাজপথে থেকে তাদের বিষদাঁত ভেঙে দিতে হবে। এটাই হবে আজকের সম্মেলনের শপথ।

প্রধান বক্তার বক্তব্যে যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, এই আদাবর, মোহাম্মদপুর, শেরে বাংলানগর এলাকার যুবলীগ ২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি-জামাতের নির্মম নির্যাতনের কথা ভোলে নাই। একই সময় বিএনপি-জামাত সারা দেশে সন্ত্রাসের অভয়ারন্যে পরিণত করেছিল। 

তিনি আরও বলেন, ২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলা, ২০০৫ সালে সারা দেশে একযোগে সিরিজ হামলা চালিয়ে এদেশটাকে জঙ্গিবাদের দেশে পরিণত করেছিল। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে চলেছে। কোন অপশক্তিই এই অগ্রযাত্রাকে রোধ করতে পারবে না। আগামী নির্বাচনে বিএনপি-জামাত যত ষড়যন্ত্রই করুক না কেন সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে যুবলীগ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন-যুবলীগের প্রেসিডিয়া সদস্য অ্যাড. মামুনুর রশীদ, মোঃ রফিকুল ইসলাম, ড. সাজ্জাদ হায়দার লিটন, সেলিম আলতাফ জর্জ এমপি, সাংগঠনিক সম্পাদক মোঃ জহির উদ্দিন খসরু, প্রচার সম্পাদক জয়দেব নন্দি, উপ-দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন শাহজাদা, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক অ্যাড. শেখ নবীরুজ্জামান বাবু, উপ-আন্তর্জাতিক সম্পাদক সফেদ আশফাক আকন্দ তুহিন, সহ-সম্পাদক মির্জা নাসিউল আলম শুভ্র, কার্যনির্বাহী সদস্য কায়কোবাদ ওসমানী, অ্যাড. নাজমুল হুদা নাহিদ, জিএম গাফফার হোসেন, ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন চৌধুরী কামালসহ কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।

 





Source link: https://www.ittefaq.com.bd/647091/%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%AC-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%A8-%E0%A6%85%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A7-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A7%81-%E0%A6%93-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%82%E0%A6%B2%E0%A6%95

Sponsors

spot_img

Latest

Building A Web3 Company From The Ground Up

Harrison Gwinnett was 22 when he exited his first company, a spot-the-ball competition website offering luxury watches as prizes. Having successfully identified a...

Quantum Brilliance snags $18M funding on synthetic diamond road to quantum chips

Quantum Brilliance hit the quantum computing scene in 2019 with an ambitious vision to apply synthetic diamond technology for quantum accelerators. The Australia-based...

Google’s HD Chromecast with Google TV is cheaper than ever

All products recommended by Engadget are selected by our editorial team, independent of our parent company. Some of our stories include affiliate links....

Stefanos Tsitsipas jokes he ‘had the patience of a donkey’ in Barcelona win

Stefanos Tsitsipas joked he had "the patience of a donkey" during his Barcelona match against Alex de Minaur. On Friday, Tsitsipas saw...