বাবুল আক্তারের বাসায় প্রায়ই আসত মুছা


মাহমুদা খানম মিতু হত্যা মামলার পলাতক আসামি কামরুল ইসলাম শিকদার প্রকাশ মুছা সিএমপির সাবেক কর্মকর্তা বাবুল আক্তারের বাসায় প্রায়ই আসত বলে আদালতে জানিয়েছেন মামলায় সাক্ষী ও বাবুল আক্তারের বাসার দারোয়ান আবদুস সাত্তার মোল্লা। গতকাল সোমবার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ জসিম উদ্দিনের আদালতে সাক্ষ্য দেন তিনি।

সাক্ষ্যে আবদুস সাত্তার বলেন, বাবুল আক্তারের ছেলে মাহিরকে সবসময় স্কুলের বাসে দিয়ে আসতে যেত কনস্টেবল সাদ্দাম। নিয়েও আসতো সে। কিন্তু ঘটনার দিন সাদ্দাম আসেনি। তাই বাবুল আক্তারের স্ত্রী মিতু ম্যাডাম মাহিরকে নিয়ে সকাল সাড়ে ৬টায় বাসে তুলে দিতে যান। আমি তখন দায়িত্বে থাকা অন্য সিকিউরিটি গার্ড তারেককে দায়িত্ব দিয়ে চা আনতে ফ্লাস্ক নিয়ে বের হই। বিল্ডিং থেকে বের হয়ে শেষ মাথার ডান দিকে গিয়ে দেখি ম্যাডাম রাস্তার ওপর পড়ে আছে আর মাহির চোখ মুছে মুছে কান্না করছে। আমি তখন দৌঁড়ে গিয়ে বাচ্চাকে কোলে নিয়ে বিল্ডিংয়ের নিচে চলে আসি। এরপর বিল্ডিংয়ের সব বাসায় কল দিয়ে ঘটনা জানাই। বাবুল স্যারের বাসায় কল দিয়ে তাদের বাসার কাজের মেয়ে ফাতেমাকে বলি একটি চাদর নিয়ে আসার জন্য। এরপর আমি চাদর দিয়ে ম্যাডামের লাশকে ঢেকে দেই। পরে পুলিশ এসে লাশ নিয়ে যায়।

সাক্ষ্যে তিনি আরো বলেন, আমি চাকরি করাকালীন মুছা নামের একজন বাবুল স্যারের বাসায় প্রায় আসত। তখন আদালত তিনি মুছাকে চেনেন কি না জিজ্ঞাসা করেন। জবাবে আবদুস সাত্তার বলেন, প্রথম দিকে চিনতাম না। সে বাজার নিয়ে আসত। আমি ম্যাডাম থেকে পারমিশন নিয়ে তাকে যেতে দিতাম। কখনো কখনো বাজার নিচে রেখে যেত। ফাতেমা এসে নিয়ে যেত। বাবুল স্যারের বাসার জন্য আলাদা রেজিস্ট্রি খাতা ছিল। কেউ আসলে নাম লিখে নিতাম। ঘটনার তিন-চার দিন আগে আমি ওয়াশরুমে গিয়েছি। কারা যেন খাতাটি তখন নিয়ে গেছে।

সাক্ষ্যগ্রহণের সময় আদালতের হাজতে থাকা বাবুল আক্তারকে শনাক্ত করেন আবদুস সাত্তার। এরপর তাকে জেরা করেন বাবুল আক্তারের আইনজীবী কফিল উদ্দিন।

জেরায় আবদুস সাত্তার বলেন, বাবুল আক্তার যে বিল্ডিংয়ে থাকতেন সেটাতে আমি দুই বছর ধরে চাকরি করি। তবে কোন সাল থেকে কোন সাল, সেটা মনে নেই। বাবুল স্যার কোন বছর থেকে থাকেন বা কত বছর ছিলেন সেটাও আমি জানি না। এগুলো আমার জানার বিষয় না। স্যারের বাসায় যাওয়ার জন্য যে রেজিস্ট্রি খাতা ছিল সেটা কখন, কোন তারিখ বা কে নিয়ে গেছে সেটা জানি না। তবে আরেক জন যে ডিউটিতে ছিলেন তারেক, তার কাছ থেকে নিয়ে গেছে। তবে নিয়ে যেতে আমি দেখিনি। তারেকের কাছ থেকে শুনেছি।

তিনি বলেন, খাতাটি শুধু বাবুল আক্তার স্যারের পারসোনাল ছিল। ফ্ল্যাট মালিক সমিতির চেয়ারম্যান বিষয়টি জানতেন। বাবুল স্যার ঐ বিল্ডিংয়ের ভাড়াটিয়া ছিলেন। তার ফ্ল্যাট নম্বর ছিল ডি-৭। বিল্ডিং ও এর আশপাশ এবং রাস্তাঘাট সিসি ক্যামেরার আওতাধীন ছিল। যারায় ওখানে আসত, তাদের সিসি ক্যামেরায় ছবি উঠত। ‘আমি ম্যাজিস্ট্রেট ও পুলিশের কাছে একই জবানবন্দি দিয়েছি। মুছা ঘটনার পাঁচ থেকে ছয় দিন আগে সকাল ১০-১১টার দিকে বাজার নিয়ে এসেছিল। মুছা ওদের কাজের লোক ছিলও কি না, সেটা আমি জানিনা। বাজার করতেও কে বলত,  সেটাও জানি না।’

সাত্তারের সঙ্গে ঐ বিল্ডিংয়ে তারেক নয় বরং জসিম নামের সিকিউরিটি গার্ড ছিল বাবুল আক্তারের আইনজীবীর এমন দাবিতে তিনি বলেন, ‘ইক্যুইটি সেঞ্চুরিয়ান নামক ঐ বিল্ডিংয়ে আমরা চার জন সিকিউরিটি গার্ডের দায়িত্বে ছিলাম। বাকি তিন জনের নাম মনে নেই। জসিম নামের কেউ দায়িত্বে ছিল কি না জানি না।





Source link: https://www.ittefaq.com.bd/649919/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%81%E0%A6%B2-%E0%A6%86%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%87-%E0%A6%86%E0%A6%B8%E0%A6%A4-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%9B%E0%A6%BE

Sponsors

spot_img

Latest

Do struggling Lakers, Suns, Warriors portend the end of super-team era?

Subscribe to Ball Don't LieYahoo Sports senior NBA reporter Vincent Goodwill is joined by Marcus Thompson II from The Athletic to discuss the...

12 Times Elon Musk Agreed With Himself on Twitter

As Twitter CEO Elon Musk continues to bamboozle the world, some might be wondering what the hell he’s thinking. This is a person...

Kraken Exchange: Navigating the Crypto Seas with Ease

Kraken has firmly anchored itself as a trusted and feature-packed crypto exchange in the blockchain...

Watch: Alexander Zverev takes exception with Daniil Medvedev: ‘Doing his show again’

© Getty Images Sport - Graham Denholm The Alexander Zverev and Daniil Medvedev match didn't go without a little bit of drama as...

Wales player ratings vs South Africa

Wales player ratings: In a painful encounter against the Springboks, Wales put up a valiant fight early but ultimately succumbed to the...