উষ্ণতার পোশাকে


সময়ের সঙ্গে সঙ্গে বদলায় ফ্যাশন। আর সেই পালা বদলে নতুন অনেক কিছু যুক্ত হয় সাজ সজ্জায়। মূলত ফ্যাশন বলতে তাই নিজেকে কতটা সুন্দরভাবে নতুনত্বের ছোঁয়ায় উপস্থাপন করা যায়। সচেতন মানুষের জন্য প্রয়োজন নিজের ব্যক্তিত্ব আর অভিব্যক্তির সঠিক প্রকাশ এবং পোশাকের বিন্যাস। আর শীতকাল যেন পোশাকে নিজের রুচি আর স্বাচ্ছন্দ্য প্রকাশের মোক্ষম সময়। যারা স্টাইলিশ পোশাক পরতে চান, তাদের জন্য শীতকালটাই হচ্ছে উপযোগী সময়। চমত্কার সব স্টাইলিশ পোশাক হতে পারে আপনার এ সময়ের সঙ্গী। শীতের সময়  ডিজাইন আর পোশাকে সেজে ওঠেন ফ্যাশনপ্রিয় তরুণ-তরুণীরা।

ছেলেদের শীতকালের পোশাক বলতেই চোখে ভেসে ওঠে কনভার্স, জিনন্স ও ফুল স্লিভ টি-শার্ট, ফুল স্লিভ পলো শার্ট, জ্যাকেট, শাল, চাদর, মাফলার ও হুডি। পাতলা উলের সোয়েটার কিংবা ফুল ভি টি-শার্ট এগুলো উষ্ণতার সাথে দেবে পছন্দের স্টাইল। মেয়েদের বেলায় ঋতুর এ পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তন আসে পোশাকে। পাশ্চাত্য ধারা অনুসরণ করে তৈরি করা হয় মেয়েদের শীত পোশাক, বিশেষ করে সোয়েটার। সোয়েটার হয় মূলত উলের। প্রাকৃতিক উলে বানানো সোয়েটারের দাম মোটামুটি নাগালের বাইরে থাকলেও অ্যাক্রিলিক বা সুতির উলে বানানো সোয়েটারের দাম থাকে হাতের নাগালে। দৈর্ঘ্য একটু বেশি ও স্ট্রাইপ সোয়েটার এবার বেশি দেখা যাচ্ছে। এ ছাড়া যারা ওয়েস্টার্ন পোশাকে বেছে নেন শীতের এ সময়ে কাপ্তান ডিজাইনের পঞ্চ বেছে নেন অনেকেই। সোয়েটারের সাথে একটা স্কার্ফ  জড়িয়ে নিলেও দেখতে ভালোই লাগে।



তরুণ-তরুণীরা এখন বেশি জ্যাকেট পছন্দ করে থাকেন। এর মধ্যে ডেনিম, ফ্লানেল, কর্ড, উল, মোটা ক্যানভাসের কাপড়, প্যারাসুটের কাপড় এবং চামড়ার তৈরি জ্যাকেট।

জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ডেনিম ও চামড়ার জ্যাকেট। চামড়ার স্থায়িত্ব, আরাম, রং ও টেক্সচারের জন্য গ্রহণযোগ্যতাও বেশি। এছাড়া রয়েছে করডোরি জ্যাকেট, ক্যানভাস জ্যাকেট, টুইল জ্যাকেট ও কটন জ্যাকেট। ডিজাইনের ক্ষেত্রে রয়েছে একটু ভিন্ন, যেকোনো প্যান্ট ও শর্ট কিংবা লং টপসের সঙ্গে মানিয়ে যায় সহজে। এমন কিছু জ্যাকেট তৈরি করেছে, যেটা মেয়েরা শাড়ির ওপর পরতে পারে।

শীতের জন্য তরুণদের পছন্দের তালিকায় আছে বিভিন্ন ধরনের ব্লেজার। পার্টি কিংবা নানা ধরনের অনুষ্ঠানে এসব পোশাকে দেখা যায় তাদের। ফর্মাল  গেটাপ নিতে বেছে নেয় ব্লেজারকে। কারণ এগুলো কর্মক্ষেত্রে যেমন পরা যায়, তেমন যেকোনো পার্টিতেও বেশ মানিয়ে যায়। কারণ শীত মানেই তো বিয়ের মৌসুম! এবারের শীতের ফ্যাশনে তরুণদের চাহিদা মাথায় রেখে ব্লেজারেও এসেছে পরিবর্তন।



বিভিন্ন ধরনের কাপড়ে ব্লেজার বানানো যায়। নারী ও পুরুষ উভয়েই এখন ব্লেজার ব্যবহার করছেন। ফলে ব্লেজার শীতের দিনের মোটামুটি আলটিমেট পছন্দের পোশাক হয়ে গেছে আমাদের দেশে।

হুডি পোশাক পশ্চিমা ফ্যাশনের গুরুত্বপূর্ণ একটি সংস্করণ। সময় বদলের ফ্যাশনে হুডি টিনএজদের মধ্যে জনপ্রিয় একটি পোশাক ও ফ্যাশন হয়ে উঠেছে। শুধু ছেলেরাই নয়, স্বাচ্ছন্দ্যে চলাফেরার জন্য টিনএজ মেয়েরাও বেছে নিচ্ছেন চমত্কার এ শীত পোশাকটি। শীতে হিমেল হাওয়ার হাত থেকে কানকে বাঁচাতে হুডির বিকল্প নেই। হুডির সবচেয়ে বড় সুবিধা হলো  জিন্স, সালোয়ার-কামিজসহ যে কোনো পোশাকের সঙ্গে মানানসই। হালকা শীতের মধ্যে এ পোশাকটির চাহিদা সব থেকে বেশি থাকে।

পোশাকের গুণগত মানের দিকে বরাবরের মতই প্রাধান্য দেয় কান্ট্রি বয়। এ শীতেও রয়েছে তাদের  নানা রকম কালেশন। ক্যাজুয়াল শার্ট, পলো, টি-শার্ট, ডেনিম। তাদের ফ্যাশন ট্রেন্ডেও জায়গা দখল করে নিয়েছে কমফোর্টেবল কালেকশন। শীতের ক্যাজুয়াল  শার্টের বিশেষ আয়োজন এনেছে ডেনিম। কর্ডরয় টুইল চেকের উপরে ডিজাইন করা বিভিন্ন ধরনের শার্ট রয়েছে, যার ডিজাইনে রয়েছে আধুনিকতার মিশ্রণ।



যেহেতু বিশ্বে ক্যাজুয়াল ফ্যাশন সবচেয়ে জনপ্রিয়—  শীতের সময়ও তাই অনেকেই ক্যাজুয়াল শার্ট পড়ে। তাই কান্ট্রি বয় তরুণদের পাশাপাশি তরুণীদের জন্যও নিয়ে এসেছে ক্যাজুয়াল শার্ট। ফুল, হাফ বা কোয়ার্টার দুই রকমই। কাট ও প্যাটার্নে ভিন্নতা  রয়েছে। চেক প্রিন্ট ফুলেল নকশা করা শার্ট রয়েছে। তাছাড়া সাদা, অফ হোয়াইট, মেরুন, আকাশী, কালো এবং হালকা রঙের শার্টে নরম সুতি কাপড় প্রাধান্য পেয়েছে। যা গ্যাবাডিন, জিন্স কিংবা অন্যান্য প্যান্টের সঙ্গে বেশ মানিয়ে যায়। ফরমাল লুকের ক্ষেত্রে রঙিন শার্টও চলে, কিন্তু সবচেয়ে ভালো লাগবে হালকা রঙের শার্ট। এছাড়া শীতে অফিসিয়াল ও পার্টি টাইপ শার্টের রয়েছে অনেক কালেকশন। ব্লেজার এবং স্যুটের সঙ্গে মানিয়ে যাবে সহজে। এতে আপনাকে বেশ ব্যক্তিত্বসম্পন্ন মনে হবে। জ্যাকেটের ফেব্রিকস, কাটিং প্যাটার্ন, স্টিচ, বোতাম আর রঙে পরিবর্তন এসেছে। ডিজাইনে ছেলে বা মেয়েদের ব্লেজারের খুব একটা পার্থক্য নেই। তবে কাটিংয়ে ভিন্নতা আছে। গত বারের মতো এবারও টু বাটন ব্লেজারই বেশি চলছে। ফরমাল ব্লেজারে কাপড়ের রঙের সঙ্গে মিল রেখে একই রঙের বাটন ব্যবহার করা হয়েছে। সবই পেয়ে যাবেন কান্ট্রি বয়ের কালেকশনে।

 





Source link: https://www.ittefaq.com.bd/624930/%E0%A6%89%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A3%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87

Sponsors

spot_img

Latest

A Decade Later, Injustice Remains a Turning Point for DC Comics

Superheroes have been punching each other in their face for decades, and doing that in video games almost as long. Every once in...

Microsoft expands its pact with OpenAI in ‘multibillion dollar’ deal

Microsoft is once again pouring money into OpenAI as part of an expanded partnership. The tech giant is making a "multibillion dollar" investment...

Arsenal have Declan Rice offer rejected as Man City enter race for West Ham captain

Arsenal’s opening offer for Declan Rice has been rejected by West Ham United, as Manchester City consider entering the race for the England...

Businesses Need to Bring Younger Employees into Their Leadership Ranks

Businesses play a crucial role in tackling the challenges of our times, such as climate change. To enhance their effectiveness in this arena,...