প্রীতি ম্যাচ খেলতে আরো ছয় দেশকে চিঠি


বাংলাদেশের নারী ফুটবল দলের সঙ্গে সিঙ্গাপুর ফিফা প্রীতি ম্যাচ খেলবে বলেও সরে যাওয়ায় বিব্রত হয়েছে বাফুফে। আগামী ১৮ ফেব্রুয়ারি ম্যাচ খেলবে বলে বাফুফে ঘোষণা দিয়েছিল গত ৫ ফেব্রুয়ারি। তবে ঘোষণার দুই দিনের মধ্যেই জানিয়ে দিল ম্যাচ হবে না।

সিঙ্গাপুরের এমন অবস্থানে বাফুফে অসন্তুষ্ট। সিঙ্গাপুর একটা উন্নত দেশ। তাদের কাছ থেকে এমন আচরণ দেখে হতাশ হয়েছেন নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তিনি জানিয়েছেন, ‘আমরা বিব্রতই হয়েছি। খেলতে চেয়ে সিঙ্গাপুর আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল এরপরই আমরা ঘোষণা দিয়েছিলাম।’

সিঙ্গাপুরের কাছ থেকে এমন আচরণ কাম্য নয়। সিদ্ধান্ত না নিয়ে ঘোষণা দেওয়ার কী প্রয়োজন ছিল। কিরণ সিঙ্গাপুরকে জানিয়েছেন, তাদের কারণে ক্ষতি হয়েছে। কিরণ সিঙ্গাপুরে খোঁজ নিয়েছেন। কথা বলে জানতে পেরেছেন এখন সিঙ্গাপুরের নারী ফুটবল দল প্রীতি ম্যাচ খেলতে প্রস্তুত না। তাদের কোচ নেই। সিঙ্গাপুরের খেলোয়াড়রা চাকরি করেন। তাই এখন তারা খেলতে পারবেন না।

কিরণ বলেন, ‘সিঙ্গাপুর প্রথমে বলেছে ১ লাখ ডলার খরচ হবে। ফেডারেশনের পক্ষে এখন ১ লাখ ডলার খরচ করা সম্ভব না। আমরা বললাম, তোমরা আসো আমরা ম্যাচ আয়োজন করব। তখন তারা বলছে তাদের প্লেয়াররা সব চাকরি করে। ট্রাভেল করতে পারবে না।’ 

কিরণ আরো বলেন, ‘সিঙ্গাপুর দুঃখ প্রকাশ করেছে। বলতে গেলে ওরা মাফই চেয়েছে। এরপর আর কী করতে পারি। একটা দেশ খেলতে চেয়েও খেলবে না বলে জানিয়ে দুঃখ প্রকাশ করলে কী করার আছে।’

এদিকে বাফুফে প্রীতি ম্যাচ খেলার জন্য ছয় দেশকে চিঠি দিয়েছে। কিরণ বললেন, ‘আমার ছয় দেশকে চিঠি দিয়েছি। এর মধ্যে রয়েছে মালয়েশিয়া, গুয়াম, সিঙ্গাপুর, তুর্কমিনিস্তান, বাহরাইন, আরব আমিরাত।’ এই ছয় দেশের মধ্যে রয়েছে সিঙ্গাপুরও।

আবার কেন সিঙ্গাপুরকে চিঠি দেওয়া হলো-এ বিষয়ে তিনি বলেন, ‘সিঙ্গাপুরকে আমরা বিশ্বাস করতে পারছি না। আমরা মার্চে খেলতে চাই। কিন্তু সিঙ্গাপুর রাজি হলেও সেটা নিয়ে আমরা দুর্ভাবনায় থাকতে চাই না।’ আগামী ১২-১৭ মার্চের মধ্যে ফিফা প্রীতি ম্যাচ হবে।





Source link: https://www.ittefaq.com.bd/631601/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9A-%E0%A6%96%E0%A7%87%E0%A6%B2%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%86%E0%A6%B0%E0%A7%8B-%E0%A6%9B%E0%A7%9F-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%95%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A0%E0%A6%BF

Sponsors

spot_img

Latest

Publicly Punishing Bad Cops Is the Key to Police Reform

"I don't know that there's any law that can stop that evil that we saw," said House Judiciary Committee Chairman Jim Jordan (R–Ohio)...

Al Horford on Kristaps Porzingis

Celtics big man Al Horford is excited for what Kristaps Porzingis can bring to the CelticsAl Horford on Kristaps Porzingis originally appeared on...

Blood Ties – How Health Startups Can Build Relationships With Britain’s NHS

The mood here in the U.K. is not exactly festive in the run-up to Christmas. Not only are there train strikes to cope...

Cardano (ADA) Flashes Bullish Trend with $0.3 Reclaim and Daily Wallet Surge

Cardano’s ADA is recovering from the SEC’s allegations made in early June.  The token recently reclaimed...

‘I’m enjoying here; I hope to keep going’

Ben Shelton is enjoying his first European trip, playing well in Estoril and securing his first victory on European clay. Ben faced...